মাশরুম গুলো ভাল অবস্থায় পেয়েছি। ৭/৮ পিস মাশরুম থাকে। দেশী মাশরুম গুলোর সাইজ এ বড়। ৮ পিস মাশরুমে ২০০ গ্রাম হতে পারে। আর বাকি টুকু পানি থকে। সেলার ভাই, এই পানি কি শুধুই পানি? নাকি কোনো ধরনের প্রিজারভেটিভ? শেষের ছবি টা ক্যান কাটার পরদিন ফ্রিজ থেকে বের করার পরের। একটা মাশরুম কালো হয়ে গেছিলো। সব মিলায় ঠিক আছে। স্বাদ ভাল ছিল।